আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল টিম মোতায়েন

সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল টিম মোতায়েন
সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল টিম মোতায়েন  © সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার সর্বাত্মক অবরোধে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেস এর ৪৬০টি টইল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকায় ১৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত। 

অন্যদিকে অবরোধের আগের দিন মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টায় রাজধানীর মালিবাগ এলাকায় একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়। রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা রক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। 

আরও পড়ুন: রাজধানীতে রেলপথ অবরোধ করল ছাত্রদল

এদিকে অবরোধ কর্মসূচির শুরুতেই ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় সকাল সাড়ে ৭টায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

এছাড়া অবরোধের প্রথম দিনে রাজধানীর গোপীবাগ রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ ও পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বুধবার সকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়ালের নেতৃত্বে নেতাকর্মীরা রেলপথ অবরোধ ও পিকেটিং করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence