ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।  © প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ভূমিকম্পে দেশের বিভিন্ন জায়গায় ভবন কেঁপে ওঠার তথ্য পাওয়া গেছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর দেশে ভূমিকম্প অনুভূত হয়।

আজকের ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ।

এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।


সর্বশেষ সংবাদ