পদ্মা সেতু থেকে ঝাঁপ দেওয়া সেই রিকশাচালক ১০৫ দিন পর থানায়

শরিফুল ইসলাম
শরিফুল ইসলাম  © সংগৃহীত

উল্টোপথে রিকশা নিয়ে পদ্মা সেতুতে উঠে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন ব্যাটারিচালিত রিকশার চালক শরিফুল ইসলাম। এ ঘটনার তিন মাস ১৩ দিন পর আজ রবিবার তিনি নিজেই পদ্মা সেতু উত্তর থানায় উপস্থিত হন।

শরিফুল ইসলাম বাগেরহাট জেলার মোল্লাহাটের উদয়পুর অরুণকান্দি গ্রামের জিন্নাত আলীর ছেলে।
 
শরিফুল ইসলাম বলেন, ‘আমি ঢাকার হাজারীবাগে দুই-তিন বছর অটোরিকশা চালিয়েছি। পরে সিদ্ধান্ত নিই আমার গ্রামের বাড়ি গিয়ে অটোরিকশা চালাব। ওই দিন গভীর রাতে পদ্মা সেতু দিয়ে সুন্নতি তরিকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় কিছু লোক আমাকে ধাওয়া করে। এক পর্যায়ে ট্রাকের সঙ্গে আমার রিকশাটির ধাক্কা লাগলে আমি পড়ে যাই।

পরে ওই লোকগুলো কাছাকাছি এলে আমি ভয়ে পদ্মায় লাফ দিই। পরে রাতভর সাঁতার কেটে একটা চরে উঠি। তারপর কিছুদিন অসুস্থ হয়ে খুলনা হাসপাতালে ভর্তি ছিলাম। ’

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, হঠাৎ আজ সকালে থানায় এসে শরিফ নিজেকে পদ্মায় ঝাঁপ দেওয়া সেই ব্যক্তি দাবি করেন। এ সময় তিনি অটোরিকশাটি নিতে এসেছেন বলে জানান।


সর্বশেষ সংবাদ