পুত্র সন্তানের বাবা হলেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী

সন্তানকে কোলে নিয়ে কয়েকটি ছবি শেয়ার করেছেন রাব্বানী
সন্তানকে কোলে নিয়ে কয়েকটি ছবি শেয়ার করেছেন রাব্বানী  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী পুত্র সন্তানের বাবা হয়েছেন। এটিই গোলাম রাব্বানী ও ইসরাত বারী তৃনা দম্পতির প্রথম সন্তান। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাব্বানী নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্তানকে কোলে নিয়ে তোলা কয়েকটি ছবি শেয়ার করে রাব্বানী ফেসবুকে লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ, ক্ষুদ্র জীবনে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত, পুত্র সন্তানের জনক। মা-ছেলে ভালো আছে, সবাই দোয়া করবেন।’’

ইসরাত বারী তৃনা নিজের ফেসবুকে মা হয়েছেন জানিয়ে লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে একটি মূল্যবান উপহার পেয়ে ধন্য হয়েছি। সেটি হলো আমাদের পুত্র সন্তান।’’

আরও পড়ুন: রিকশাওয়ালাকে গুঁড়ো দুধ কিনে দিলেন গোলাম রাব্বানী

২০২২ সালের ০৫ নভেম্বর চীন শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী এবং পেশায় চিকিৎসক ইসরাত বারী তৃনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবেক ছাত্রলীগ ও ডাকসুর এ নেতা। পুত্র সন্তানের বাবা হওয়ার খবরে রাব্বানীর শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

ইসরাত বারী তৃনা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করে চীনে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করতে চলে যান। সেখানে তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। আর গোলাম রাব্বানী রাজধানীর রাজউক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন।

২০০৭-০৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ভর্তি হন তিনি। সেখানে থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। রাব্বানী বর্তমানে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স পদে কর্মরত রয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence