প্রেমে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন কলেজ শিক্ষার্থী

দুধ দিয়ে গোসল করছেন শিক্ষার্থী
দুধ দিয়ে গোসল করছেন শিক্ষার্থী   © সংগৃহীত

প্রেমিকের সাথে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে মনের জ্বালা মিটিয়েছেন এক যুবক। শুধু তাই নয়, গ্রামবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করেছেন তিনি।

বৃহস্পতিবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা টেংরাখোলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

 দুধ দিয়ে গোসল করা ওই যুবকের নাম সুরমান মোল্লা (২২)। সুরমান ওই গ্রামের মিজান মোল্লার ছেলে। সে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্যাংরাখোলা গ্রামের এক মেয়ের সঙ্গে টানা ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল সুরমান মোল্লার। গত ২২ সেপ্টেম্বর সুরমানকে বেকারত্বের অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের ইতি টানে প্রেমিকা। এতে সুরমান ভেঙে পড়েন। 

পরবর্তীতে বন্ধুদের পরামর্শে প্রেমে ব্যর্থতার গ্লানি ঘোঁচাতে গ্রামের ৩ শতাধিক মানুষের সামনে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন তিনি। এ সময় গ্রামবাসীকে মিষ্টি খাইয়েছেন বিতরণ করেন।

সুরমান মোল্লা বলেন, প্রেম করার সময় আমাকে বলত ও অভয় দিত আমার কিছু থাকা লাগবে না। শুধু ভালোবাসা দিলেই চলবে। কিন্তু কয়েকদিন আগে আমি বেকার, সেই অজুহাতে আমার সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনেছে। এজন্য দুধ দিয়ে গোসল করে জীবনে আর কোনোদিন প্রেম করব না বলে ওয়াদা করেছি। 


সর্বশেষ সংবাদ