রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে যোগ দিলেন হারুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ AM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ AM
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পেটানোর ঘটনায় বরখাস্ত হওয়া আলোচিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) পংকজ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। হারুন অর রশিদ বুধবার (২০ সেপ্টেম্বর) রেঞ্জ ডিআইজি কার্যালয়ে হাজিরা দিয়েছেন বলে জানান অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়।
এর আগে গত ৯ সেপ্টেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে শাহবাগ থানায় নির্যাতনের অভিযোগ ওঠে।
পরে সারাদেশে এই ঘটনা ছড়িয়ে পড়ে। পরিপ্রেক্ষিতে এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
এরপর রাজধানীর শাহবাগ থানায় আটক রেখে ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ওই ঘটনার সত্যতা পায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠিত তদন্ত কমিটি। এ ঘটনায় সাময়িক বরখাস্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের সরাসরি সংশ্লিষ্টা ছাড়াও এর নেপথ্যে এডিসি সানজিদা ও রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকেরও দায় রয়েছে। এছাড়া ছাত্রলীগ নেতাদেরও সংশ্লিষ্টতা পায় তদন্ত কমিটি।