দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা একটি কঠিন কাজ: কৃষিমন্ত্রী

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক  © সংগৃহীত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা একটি কঠিন কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে আয়োজিত সৃষ্টির সংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্ধোধন শেষে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ওঠা-নামা মূলত এর চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে। সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা একটি পন্থা অবলম্বন করছি এতে কিছুটা হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ