তারেক রহমানের বক্তব্য সরাতে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট  © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামাজিক যোগাযোগ দেওয়া সব বক্তব্য সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৮ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তারেক রহমানের সব বক্তব্য সরাতে বিটিআরসিকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে রোববার (২৭ আগস্ট) সকালে আইনজীবী কামরুল ইসলাম, সানজিদা খানম, অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা তারেক রহমানকে পলাতক উল্লেখ করে সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য ফেসবুক, ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন। সেই সাথে তার বক্তব্য প্রচার না করতেও নির্দেশনা চাওয়া হয়েছিল ঐ আবেদনে। 

এর আগে, গত ২২ আগস্ট তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। সেই সাথে ২৩ আগস্ট এটি কার্যতালিকায় রাখার কথাও বলা হয়।
 


সর্বশেষ সংবাদ