সাঈদীর মৃত্যুর খবরে শাহবাগে জামায়াতের নেতা-কর্মীদের শোক, বিক্ষোভ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১১:৫০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৩, ১১:৫০ PM
জামায়াতের শীর্ষ নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছেন দলটির নেতা-কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, দেলোয়ার হোসেন সাইদীর মৃত্যু সংবাদের পরপরই নেতা-কর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। পরে নেতা-কর্মীর সংখ্যা বাড়তে থাকলে বিক্ষোভ বৃহদাকার ধারণ করে। প্রথম দিকে পুলিশ বাধা দিতে চাইলে নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করে। এ সময় সহিংসতা এড়াতে দলীয় নেতাকর্মীরাই পুলিশকে রক্ষা করে শাহবাগ থানায় প্রবেশ করার সুযোগ করে দেয়।
এসময় বিক্ষোভকারীরা সাঈদী সাহেবের রক্ত, বৃথা যেতে দেবো না; কে বলে রে রাজাকার, সাঈদী মোদের অহংকার; আমার নেতা মরলো কেন, খুনী হাসিনা জবাব দে; দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো; জামাতের একশন, ডাইরেক্ট একশন- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে ঢাকায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেছেন যুদ্ধাপরাধের মামলায় আজীবন কারাদণ্ড প্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদী।