৩৫ বছরে এসএসসি পাস কোরআনের হাফেজ ইউপি সদস্য শামীম

ইউপি সদস্য মো. শামীম মৃধা
ইউপি সদস্য মো. শামীম মৃধা  © সংগৃহীত

৩৫ বছর বয়সে এসে এসএসসি পাস করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. শামীম মৃধা। এবারের এসএসসি পরীক্ষায় সিটি ইনফরমেশন টেকনোলজি ইন্সটিটিউট থেকে জিপিএ-৪.৪৩ পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। তিনি মাওনা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

শামীম মৃধা বলেন, বাবা বেঁচে থাকলে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন। তার স্বপ্ন ছিল নির্বাচিত হয়ে মানুষের সেবা করা। কিন্তু ভাগ্য অনুকূলে না থাকায় হয়নি। ছোট চার ভাই-বোনকে লালন-পালন আর পড়াশোনা করাতে গিয়ে নিজের কথা ভুলেই গিয়েছিলেন। ছোট ভাই সুমন মৃধা এমবিবিএস পাস করে ইন্টার্ন  করছে। 

তিনি বলেন, নির্বাচনের আগে মাঠে প্রচার ছিল ইউপি সদস্য প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। বাবার স্বপ্ন পূরণ করতে সব সময়ই চেষ্টা করেছি। এ কারণে মূলত পড়াশোনায় ফেরা।  এইচএসসিতেও ভর্তি হবেন তিনি।

এসএসসি পাশ করায় শামীম মৃধাকে অভিনন্দন জানিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। সাঈদ চৌধুরী লেখেন, রাজনীতির সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করার ব্রত শামীম সবার সামনে উন্মোচিত করেছেন যোগ্যতার প্রমাণ দিয়ে। কোরআনের হাফেজ হয়েও তিনি চেয়েছেন আধুনিক ও মান সম্মত শিক্ষাকেও নিজের মধ্যে ধারণ করতে।


সর্বশেষ সংবাদ