কোস্ট ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেলন চরফ্যাশনের লিপি আক্তার

অতিথিদের হাত থেকে শিক্ষাবৃত্তি নিচ্ছেন লিপি আক্তার
অতিথিদের হাত থেকে শিক্ষাবৃত্তি নিচ্ছেন লিপি আক্তার  © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশন উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থ্যা কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি পেল লিপি আক্তার। দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা জীবন সংগ্রামের পাশাপাশি লেখাপড়া চালিয়ে কৃতিত্ব অর্জন করেন।সেসব মেধাবী শিক্ষার্থীর জন্য কোস্ট ফাউন্ডেশন হত দরিদ্র প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

২৩ জুলাই বেলা ১১ টায় চরফ্যাশন উপজেলা পরিষদ এর হল রুমে কোস্ট ফাউন্ডেশনের জিন্নগড় শাখার অর্থায়নে উপজেলা নির্বাহী কর্মকতা আল নোমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিপি আক্তার এর হাতে নগদ ১২ হাজার টাকার চেক প্রদান করেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তার সহধমির্নী সামাজিক সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের নবযাত্রার প্রধান উপদেষ্টা ইয়াসরিবা মুমু, কোস্ট ফাউন্ডেশন এর ভোলা জেলার সহকারি পরিচালক রাশিদা বেগম, সাংবাদিক এম আবু সিদ্দিক, সাংবাদিক মাঈনুদ্দীন জমাদার, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মনির আসলামী,কোস্ট ফাউন্ডেশন এর জিন্নাগড় শাখার ম্যানেজার মো: হেলালউদ্দিন,ইউপি চেয়ারম্যান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষাথী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ,সাংবাদিক প্রমুখ।


সর্বশেষ সংবাদ