চরমোনাই পীরের মতবিনিময়ে আ'লীগ নেই, আমন্ত্রণ পেলো জামায়াতও!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৪:৪৭ PM , আপডেট: ২৩ জুন ২০২৩, ০৪:৫৩ PM
আগামী দিনে নিজেদের রাজনৈতিক অবস্থান নির্ধারণে রাজনৈতিক দল ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল শনিবার (২৪ জুন) সকালে গুলিস্তানের একটি হোটেলে এ সভা অনুষ্টিত হবার কথা রয়েছে। এতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ পায়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। দলটির নেতারা জানিয়েছেন, মতবিনিময় সভায় রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিশ্লেষণ করে নিজেদের আগামী দিনের রাজনৈতিক অবস্থান ঘোষণা করতে পারেন তারা। আগের স্বতন্ত্র অবস্থান ধরে রাখবেন নাকি কোনো রাজনৈতিক জোটে যুক্ত হতে যাচ্ছে হাতপাখা, তা অনেকটাই স্পষ্ট হতে পারে।
এ বিষয়ে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপ-কমিটির সহ-সমন্বয়ক শহিদুল ইসলাম কবির বলেন, আওয়ামী লীগ ব্যতিত বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যান্য সকল দল ও সুধী সমাজকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দল হিসেবে জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে দলটির নেতা খলিলুর রহমান মাদানীকে ব্যক্তিগতভাবে মতবিনিময় সভায় অংশগ্রহণের দাওয়াত দেয়া হয়েছে। খলিলুর রহমান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার নিন্দা জানিয়ে আবার সমবেদনা জানাতে বরিশালেও ছুটে গিয়েছিলেন খলিলুর রহমান।