দুই বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা অনুমোদনের উদ্যোগ, প্রতিবেদন আগামী সপ্তাহে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ১৪ জুন ২০২৩, ১২:০৩ PM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য বলছে, দেশে বর্তমানে ৫৩টি পাবলিক, ১১২টি বেসরকারি ও তিনটি বিদেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যেই আরও দুটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শাখা খোলার আবেদন করেছে অন্তত ১০টি বিশ্ববিদ্যালয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদনের জন্য এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয় দু’টি হলো যুক্তরাজ্যের লিডস ট্রিনিটি ইউনিভার্সিটির স্টাডি সেন্টার ও মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে মতামত দিতে বলা হয়েছে ইউজিসিকে।
প্রভাবশালী একাধিক মহল এ নিয়ে তদবির করছে বলেও জানা গেছে। অস্ট্রেলিয়ার মোনাস কলেজও নতুন করে কয়েকটি প্রোগ্রাম শুরুর অনুমতি চেয়েছে।
আরো পড়ুন: সমাবর্তনে আটকা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন
বিষয়টি নিশ্চিত করে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান আজ বুধবার (১৪ জুন) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দু’টি বিশ্ববিদ্যালর বিষয়ে কিছু কাগজপত্রের ঘাটতি ছিল। সেগুলো চাওয়া হয়েছে। এ বিষয়ে কাজ চলছে। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবু ইউসুফ মিয়াকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।