সালমান এফ রহমান ও মির্জা ফখরুলের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ছবিতে বাম থেকে সালমান এফ রহামন, পিটার হাস ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবিতে বাম থেকে সালমান এফ রহামন, পিটার হাস ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর  © ফাইল ছবি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার (৬ জুন) প্রথমে সালমান এফ রহমানের বাস ভবনে এবং পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম মার্কিন দূতাবাসে বৈঠকে মিলিত হন।  

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের সাল এফ রহমানের সাথে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল একাই বৈঠক করেছেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আনিসুল হক গণমাধ্যমকে বলেন, তাঁদের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মূলত শ্রম আইন নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু বক্তব্য ছিল। সে সব বিষয় নিয়েই রাষ্ট্রদূত বাংলাদেশের সরকারের বক্তব্য জানতে চেয়েছেন এবং এই আলোচনা অব্যাহত থাকবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির বক্তব্য জানতে চান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে তাঁরা মনে করেন। এ বক্তব্যই তিনি তুলে ধরেন পিটার হাসের কাছে।


সর্বশেষ সংবাদ