আমরা বেহেশতের বাগানে প্রবেশ করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  © ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনারা চোখ দুটি যদি বন্ধ করে যদি চিন্তা করেন, ১৫ বছর আগে কী ছিলেন আর আজ কোথায় এসেছেন। তাহলে আর কারও কিছু বলতে হবে না। সবার মনে হবে, আমরা একটা অবস্থান থেকে বেহেশতের বাগানে প্রবেশ করেছি। আমাদের সেই জায়গাটিতে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একক নেতৃত্ব দিয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনও ষড়যন্ত্রে বিশ্বাসী না, আমরা পেশিশক্তিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, জনগণের শক্তি। জনগণ আমাদের সঙ্গে আছে। কে কী বললো, তাতে কোনও কাজ হবে না। বন্ধু দেশগুলো যেমন আমাদের পাশে ছিল, তেমনি অনেক দেশ আমাদের ডুবিয়ে দেওয়ার চেষ্টাও করেছে।’

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর খুনি কুলাঙ্গারদের একজন এই চান্দিনার। আমরা তাকে ধরার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। যেখানেই থাকুক তাকে বিচারের আওতায় আনা হবে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কোনোভাবেই আধুনিক টেকনোলজির অপব্যবহার করবেন না। সেজন্য আমাদের আইন রয়েছে, যারা অপব্যবহার করবেন তাদের আইনের মুখোমুখি হতেই হবে। কেউ ভুয়া নিউজ করবেন না। উদ্দেশ্যমূলক কোনও প্রচারণা আপনারা করবেন না। অসত্য নিউজ কেউ ফেসবুকে প্রচার করবেন না। আপনাদের বিবেক যেটা বলে সেটাই আপনারা চর্চা করবেন। তা না হলে আপনার স্বপ্ন আমার স্বপ্ন সবই আঁধারে ডুবে যাবে।’

আরও পড়ুন: দেশের মানুষ বেহেস্তে আছে: পররাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবেন। তখন অনেকেই হেসেছিলেন। আজ ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পাচ্ছি। আমরা ডিজিটালাইজড হয়েছি বলে সারা পৃথিবীতে একটা অবস্থান নিয়েছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হবে। এ জন্য স্মার্ট ইকোনমি, স্মার্ট সিটিজেন প্রয়োজন। আর স্মার্ট ইকোনমি গড়ে তুলতে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মতো খ্যাতনামা চিকিৎসকও গড়ে তুলতে হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মো. আসাদুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence