নিউ মার্কেটের আগুন নেভাতে ঢাকা কলেজের পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি

ঢাকা কলেজের পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি
ঢাকা কলেজের পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি  © টিডিসি ফটো

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। নিউমার্কেটের আগুন নেভাতে ঢাকা ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। সকাল থেকেই কলেজের পুকুরের থেকে প্রায় ১০টির উপরে পাম্প বসানো হয়েছে।

ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. মোঃ আব্দুল কুদ্দুস শিকদার বলেন বলেন,  বিপদজনক অবস্থায় আমাদের কাছে সাহায্য চাওয়ার পর আমরা সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করছি।

b9c0d727-2770-4979-8ecb-a8e14319e517

মূল ফটক এবং পার্শ্ববর্তী গেট খুলে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিস পানি নিচ্ছে। আরও যে কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা করব।

e1c6adb7-8559-4a1a-aecc-4dab0e228870

 

জানা গেছে, মার্কেটটিতে কাপড়ের দোকান ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।

এদিকে, আগুনের খবর শুনে নিউ ‍সুপার মার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে কান্নায় ভেঙে পড়েছেন তারা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।


সর্বশেষ সংবাদ