বিশ্বে যানজটের পঞ্চম শহর ঢাকা, সময় অপচয় সূচকেও এগিয়ে

বিশ্বে যানজটের পঞ্চম শহর ঢাকা
বিশ্বে যানজটের পঞ্চম শহর ঢাকা  © সংগৃহীত

রাজধানী ঢাকা যানজটের শহর হিসেবে বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে। সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা সূচকেও এগিয়ে আছে ঢাকা। বুধবার (৫ এপ্রিল) বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০২৩ এমন তথ্য প্রকাশ করেছে।

নামবিওর ওয়েবসাইটে দেওয়া তালিকায় প্রথম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। তৃতীয় কোস্টারিকার সান জোসে শহর। আর ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি। সপ্তমে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ।

যানজটের দিক থেকে ঢাকার স্কোর ২৮৭ দশমিক ৪। দিল্লির স্কোর ২৮৪ দশমিক ৩। প্রথম অবস্থানে থাকা নাইজেরিয়ার স্কোর ৩৪৮ দশমিক ৭। আর লসঅ্যাঞ্জেলেসের স্কোর হচ্ছে ৩৪৩ দশমিক ৪। যানজটের তালিকায় ২৩৯ নম্বরে সবচেয়ে ভালো অবস্থানে নেদার‍ল্যান্ডস। দেশটির স্কোর ৩৬ দশমিক ৩। 

আরও পড়ুন: মার্চে সড়কে প্রাণ গেছে ৪২ জন শিক্ষার্থীর

এক্ষেত্রে কর্মস্থল বা স্কুলে যাতায়াত সময়কে বিবেচনায় নেওয়া হয়। যানজটে সময় অপচয়ের কারণে নিঃসরিত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নির্দেশ করে কার্বন নিঃসরণ সূচক।

এদিকে, বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে রাজধানী ঢাকা।

অন্যদিকে ৩৩০ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে চিয়াং মাই। তালিকায় দেখা গেছে, ঢাকা ছাড়াও পাকিস্তানের লাহোর, সৌদি আরবের রিয়াদ, চীনের শেনইয়াং, ভারতের কলকাতা, নেপালের কাঠমান্ডু এবং ভিয়েতনামের হ্যানয়ের বায়ু রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়।


সর্বশেষ সংবাদ