স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল ‘অঙ্কুর ড্রইং’

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী  © টিডিসি ফটো

স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে অঙ্কুর ড্রইং কোচিং সেন্টার। প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অঙ্কুর ড্রইং কোচিং সেন্টারের পঞ্চম আয়োজন এটি।

শনিবার (২৫ মার্চ) সকাল ১০টায় বগুড়ার ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক করতোয়া পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মো. সবুজ এবং অঙ্কুর ড্রইং কোচিং সেন্টারের পরিচালক শেখ আব্দুল্লাহ বিন ফারুক রাহাত।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক, খ, গ বিভাগে  প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুজল কুমার সরকার। 

প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন- ডেসওয়া ট্রাস্টের সভাপতি তরিকুল ইসলাম পিপুল এবং রাকিবুল হাসান রাব্বি।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. জুয়েল। সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল কাদের তানিন।


সর্বশেষ সংবাদ