গুলিস্তানে লাশ উদ্ধারের জন্য পুরস্কার পেল র‌্যাবের কুকুর

লাশ উদ্ধারের জন্য পুরস্কার পেল র‌্যাবের কুকুর
লাশ উদ্ধারের জন্য পুরস্কার পেল র‌্যাবের কুকুর  © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ডগ স্কোয়াডের এক কুকুরকে ‘চিতা’ পুরস্কৃত করা হয়েছে। প্রথমবারের মতো দেশে ডগ স্কোয়াডের কোনো কুকরকে র‍্যাবের ‘মহাপরিচালক’ পদক দেওয়া হলো। পদক পরিয়ে দেন র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

সোমবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়।

র‍্যাবের ‘মহাপরিচালক’ পদক পেলো ‘চিতা’

র‍্যাব সূত্র জানা যায়, বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পাওয়া র‍্যাবের ডগ স্কোয়াডের কুকুরের নাম চিতা। র‍্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে ডগ স্কোয়াডের কুকুর চিতাকে মহাপরিচালক পদক দেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, রাজধানীর গুলিস্তানে ভবন বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়েছিল ‘চিতা’। এসময় কুকুরটি নিহত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করে। গুলিস্তানে ৩ মরদেহ উদ্ধারের জন্য পদক পেলো র‌্যাবের ‘চিতা’

dhakapost

গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

এদিকে এবারের দরবারে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র‍্যাব মহাপরিচালক পদক পেয়েছেন ৮৫ সদস্য। র‌্যাবের ৩৫ জন সদস্যকে ‘মহাপরিচালক সাহসিকতা’ পদক ও ৫০ জনকে ‘মহাপরিচালক সেবা’ পদক দেওয়া হয়।

এর মধ্যে বিশেষ সম্মাননা (সাহসিকতা) ৩৫ জন ও বিশেষ সম্মাননা (সেবা) পুরস্কার পেয়েছেন ৫০ র‍্যাব সদস্য। উত্তরার কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে অভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাদের পদক পরিয়ে দেন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence