চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সায়েন্সল্যাব বিস্ফোরণে দগ্ধ আশা

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট  © সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়শা আক্তার আশা (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪ জন।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৮টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

আশা ফিনিক্স ইনস্যুরেন্সের অ্যাডমিনে কর্মরত ছিল। ঘটনার সময় তিনি ওই ভবনের তৃতীয় তলায় অফিসে কাজ করছিল।

আরও পড়ুন: ইউজিসির চিঠির পর জাবি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে নতুন কমিটি।

গত ৫ মার্চ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে পাশের ভবন শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে ঘটনার দিনেই তিন জন নিহত হন। এছাড়াও এ দুর্ঘটনায় ১৫ জন আহত হন।

বিস্ফোরণের কারণ সম্পর্কে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল জানিয়েছে, ভবনের পয়ঃনিষ্কাশন লাইনের ভেতরে গ্যাস জমে থাকায় বিস্ফোরণ ঘটে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence