আসনের তুলনায় বেশি শিক্ষার্থী ভর্তি করায় মালিকরা: শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৯ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৯ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, আসনের তুলনায় তারা বেশি শিক্ষার্থী ভর্তি করে। এরপর আমরা সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করতে পারি না। নতুন শিক্ষা কার্যক্রমের জন্য ২৬ বই নতুন করে তৈরি করা সামান্য কথা নয়।’
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকালে গাজীপুর শ্রীপুরে উপজেলার পিয়ার আলী কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাব্যবস্থার শুধু রূপান্তর নয়, পরিবর্তন ঘটাতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে এই সোনার বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে তৈরি করতে নীলনকশা করেছে ওরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা শুরু হয়।’
শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, ‘শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। খেলাধুলার মধ্যে সততার চর্চা হয়, খেলার মাঠে হারজিত মেনে নেওয়ার মনমানসিকতা তৈরি হয় খেলার মাঠে থেকে। আড়াই হাজার বছর আগেও আমাদের পূর্বপুরুষেরা সভ্য জীবন যাপন করত, তবে আমরা তাদের উত্তরসূরি হয়ে কেন পারব না। স্মার্ট বাংলাদেশ ও গণতন্ত্রের অগ্রযাত্রার মহান সারথি আজকের প্রজন্মের শিক্ষার্থীরা।’