মেঘনায় ১১ লাখ লিটার ডিজেল নিয়ে ডুবল জাহাজ

ডুবতে থাকা তেলবাহী জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড
ডুবতে থাকা তেলবাহী জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড  © সংগৃহীত

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে জাহাজের তলা ফেটে ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ‘সাগর নন্দিনী-২’ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

রবিবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে এ জাহাজ ডুবির ঘটনা ঘটে। এর আগে শনিবার দিবাগত রাতে তেলবাহ কার্গো জাহাজটি চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। 

ঘনকুয়াশার কারনে পিছন দিক থেকে অপর একটি জাহাজ ধাক্কা দিলে জাহাজটির তলা ফেটে ডুবে যায়। পরে কোস্টগার্ডসহ স্থানীয়রা ডুবে যাওয়া জাহাজে থাকা মাস্টার ও শ্রমিকসহ ১২ জনকে জীবিত উদ্ধার করেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মধ্যে মাদকের অপব্যবহার বেড়েছে

উদ্ধার হওয়া জাহাজের একজন স্টাফ (৪০) বলেন, তুলাতুলির কাছে আসার পরে রাতে হঠাৎ কুয়াশা পড়ে। কুয়াশার কারণে আমরা গতি কমিয়ে দেই। তখন আরেকটা জাহাজ আমাদের জাহাজের ইঞ্জিন রুমের পাশে ধাক্কা দেয়। ওই জাহাজটির মাথা আমাদের ইঞ্জিন রুমের পাশে লাগে।

জাহাজের তেল নিয়ে যাওয়ার অভিযোগ করে আরেকজন স্টাফ (৪৫) বলেন, জাহাজ দুর্ঘটনার পরে তেল সব জেলেরা নিয়ে গেছে। আমরা জাহাজে ছিলাম ১৩ জন। আমরারে একটা বালুর ট্রলার এসে উদ্ধার করে। আমরা সবাই সুস্থ আছি।

কোস্ট গার্ড কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বলেন, খবর পেয়ে তারা সকালের দিকে ঘটনাস্থলে পৌঁছান। জাহাজের স্টাফদের তীরে নিয়ে আসা হয়েছে। স্থানীয়রা তেল নেওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সবাই সরে যায়। তেলবাহী জাহাজটিকে উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ