পরিবেশ দূষণের কারণে দেশে ৩২ শতাংশ মানুষ মারা যাচ্ছে : বিশ্বব্যাংক

বায়ু দূষণ
বায়ু দূষণ  © সংগৃহীত

বাংলাদেশে পরিবেশ দূষণের কারণে বছরে ৩২ শতাংশ মানুষ মৃত্যুবরণ করে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

সোমবার (৩১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ এসব তথ্য প্রকাশ করে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের টেকশই উন্নয়নবিষয়ক আঞ্চলিক পরিচালক জন রুম বলেন, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণে বছরে ক্ষতি হয় ১ বিলিয়ন ডলার। মোট জিডিপির যা প্রায় শূন্য দশমিক ৭ ভাগ।

আরও পড়ুন: ফের জবি ছাত্রলীগ নেতার ফোনালাপ ফাঁস।

তিনি আরও বলেন, তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং বৃষ্টিপাত ৪ ডিগ্রি বাড়লে ২০২৫ সালে বঙ্গোপসাগরের সমুদ্র পৃষ্টের উচ্চতা বাড়তে পারে ২৭ সেন্টিমিটার। এভাবে সমুদ্র পৃষ্টের উচ্চতা বাড়লে বাড়বে সম্পদহানি, যার মূল্য আনুমানিক ৩০০ মিলিয়ন ডলার।  

এছাড়া বিশ্বব্যাংক বলছে, নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিলে ২০৫০ সাল নাগাদ জিডিপির এক তৃতীয়াংশ কৃষি জমি হারানোর শঙ্কা রয়েছে। বাস্তুচ্চ্যুত হবে ১৩ মিলিয়ন মানুষ। ঝুঁকি মোকাবেলায় সরকারি-বেসরকারি খাতকে সমানভাবে এগিয়ে আসার পরামর্শ দিয়েছে সংস্থটি।


সর্বশেষ সংবাদ