ডিসেম্বর থেকে থাকবে না লোডশেডিং: পিডিবির চেয়ারম্যান

সাংবাদিকদের সাথে পিডিবি চেয়ারম্যান
সাংবাদিকদের সাথে পিডিবি চেয়ারম্যান  © সংগৃহীত

আগামী ডিসেম্বর মাস থেকে দেশে লোডশেডিং থাকবে না—বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান।

শুক্রবার (২৮ অক্টোবর) আইইবি’র তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দপ্তরে পঞ্চম বার্ষিকী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাহবুবুর রহমান বলেন, ডলারের সংকট আছে, সঙ্গে আছে জ্বালানি সংকট। বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। শীতে বিদ্যুতের চাহিদা কমে আসবে। কয়লা বিদ্যৎকেন্দ্রও চালু হবে। আমরা আশা করছি আগামী ডিসেম্বর মাস থেকে এমন পরিস্থিতি থাকবে না।

তিনি বলেন, দেশে যত শিল্পকারখানা বাড়বে বিদ্যুতের চাহিদাও ততই বাড়বে। বিষয়গুলো বিবেচনায় রেখে মাস্টার প্লান নিয়ে কাজ হচ্ছে। সেক্ষেত্রে বড় সমাধান হতে পারে সোলার। চাহিদার বড় একটি অংশ সোলার দিয়ে মোকাবিলা করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে উত্তীর্ণদের সাক্ষাৎকার আজ শুরু।

মাহবুবুর রহমান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য এসেছে। তবে এ সেক্টরে সফলতার গল্প তৈরি করা অতটা সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ জায়গায় এসেছি।

পর্যায়ক্রমে কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করা হবে জানিয়ে পিডিবির চেয়ারম্যান বলেন, বিশ্বের অন্যান্য দেশ যেভাবে কাজ করছে, আমাদের দেশেও সেভাবেই হচ্ছে। কোনো দিকে আমরা পিছিয়ে নেই। এছাড়া দেশের মানুষকে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence