অভাবে পড়ে চিকিৎসকের আত্মহত্যা

আলী আজম
আলী আজম  © সংগৃহীত

ঋণের চাপে ও অভাবে পড়ে টাঙ্গাইলের সখিপুরে এক পল্লী চিকিৎসক আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লাঙ্গুলিয়া বাজারের নিজ দোকানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত পল্লী চিকিৎসকের নাম আলী আজম (৪০)।  আলী আজম উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের আবুল ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আজম অনেক টাকা ঋণগ্রস্ত ছিলেন। এক সময় শেয়ার বাজারে ব্যবসাও করেছেন। ওই সময় বাবার জমিজমা বিক্রি করে ঋণ পরিশোধ করেছিলেন। এরপরও ব্যাংক, এনজিও ও স্থানীয়ভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন। বিষয়টি নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় ছিলেন। এমতাবস্থায় কোনও কূল না পেয়ে একটি চিরকুট লিখে আত্মহত্যা করে থাকতে পারেন।

আলী আজমের বোন জামাই আতোয়ার রহমান বলেন, ‘সকাল ৯টার দিকে তিনি সকালের নাশতা খেয়ে দোকানে যান। এরপর সকাল ১০টার দিকে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। এসময় তার লাশের পাশে একটি চিরকুট ছিল।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি বলেন,  স্বজনদের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ