এসএসসি পরীক্ষায় নকল: ৪ পরীক্ষার্থী বহিষ্কার

এসএসসি পরীক্ষার্থী
এসএসসি পরীক্ষার্থী  © সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে চলমান এসএসসি পরীক্ষায় নকল করার অভিযোগে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নকলে সহায়তা করার অভিযোগে একজন শিক্ষককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) জয়পুরহাটের পাঁচবিবিতে এই ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার পদার্থ বিজ্ঞান ও ইতিহাস পরীক্ষায় পাঁচবিবি এলবিপি সরকারি স্কুল কেন্দ্রে উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রকে নকল করার অভিযোগে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বহিষ্কার করে।

আরও পড়ুন: জাবিতে ১৮৯টি শূন্য আসনে ভর্তির আবেদন কাল

অপর দিকে, মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বহুনির্বাচনি পরীক্ষার নকল করে বৃত্ত ভারাট করার অভিযোগে বিধারা বালিকা বিদ্যালয়ের তিন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। এই কেন্দ্রে নকলে সহায়তা করার অভিযোগে উড়ানি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।


সর্বশেষ সংবাদ