ঢাকার সড়কে পড়ে ছিল স্কুলছাত্রের নিথর দেহ

সরকারি বিজ্ঞান কলেজ
সরকারি বিজ্ঞান কলেজ  © ফাইল ছবি

রাজধানীতে সড়ব দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ছাত্রের নাম আলী হোসেন সে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে।

জানা গেছে, রোববার সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হচ্ছিলেন আলী হোসেন। এসময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। 

আরও পড়ুন: এইচএসসি’র রুটিন নিয়ে যা বলছে মন্ত্রণালয়-বোর্ড

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিজি প্রেসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে জানিয়েছি।


সর্বশেষ সংবাদ