কোরআন: ‘কমপ্লিট গাইডলাইন টু আল্টিমেট সাকসেস’

গোলাম রাব্বানী
গোলাম রাব্বানী  © ফাইল ছবি

পার্থিব জীবনের সুখ-সাফল্য-অনুপ্রেরণা পেতে, দুঃখ-হতাশা মুক্তির উপায় খুঁজতে আমরা কত কবি-লেখক-দার্শনিক, ঋষি-মনীষী, জ্ঞানী-গুণীদের লেখা বই পড়ে তাঁদের উপদেশ-নির্দেশনা, তাত্বিক মতবাদ বোঝার চেষ্টা করি। স্থান-কাল-পাত্র ভেদে একেকজনের তত্ত্ব-দর্শন-থিওরী একেকরকম, নানা মুনীর নানা মত।

তাঁদের কাছ থেকে অনেক কিছুই শিক্ষনীয় রয়েছে। নিজেকে সমৃদ্ধ করতে, নতুন কিছু জানতে, বুঝতে নিঃসন্দেহে জ্ঞান অর্জনের বিকল্প নেই।

তবে, সবার আগে সমস্ত জ্ঞানীগুণীকে যিনি সৃষ্টি করে ক্ষুরধার মেধা-মনন-প্রজ্ঞা দান করেছেন, স্বয়ং সেই মহান সৃষ্টিকর্তার দর্শন থিওরী, আদেশ-উপদেশ-নির্দেশনার অমিয় বাণী, যে বইটিতে শতভাগ অবিকৃত ও নির্ভুলভাবে লিপিবদ্ধ রয়েছে- পৃথিবীর সর্বাধিক পঠিত পবিত্রতম গ্রন্থ, আল-কুরআন পড়ুন, এর অন্তর্নিহিত মর্মবাণী বোঝার ও উপলব্ধির চেষ্টা করুন।

আরও পড়ুন: তেলের দাম কমবে কীভাবে, জানালেন গোলাম রাব্বানী

কেবল ধর্মগ্রন্থ নয়, কোরআনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিকের দর্শন-তত্ত্ব হিসেবে পড়ুন, বুঝুন, গবেষণা করুন। ইনশাআল্লাহ, আপনি অবশ্যই জীবনে চলার সঠিক ও সেরা পথের দিশা খুঁজে পাবেন, একদম কমপ্লিট গাইডলাইন টু আল্টিমেট সাকসেস। [ফেসবুক থেকে সংগৃহীত]

লেখক: সাবেক সাধারণ সম্পাদক, ডাকসু


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence