শেরপুরে এসএসসি ২০০০ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন

এসএসসি ২০০০ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন
এসএসসি ২০০০ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন  © টিডিসি ফটো

‘এসো বন্ধু একফ্রেমে, এক সাথে, মিলিত হবো, আমাদের বিদ্যাপীঠে’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউট (এ.পি.পি.আই) এর এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা উদযাপন করলো তাদের ২৫ বছর পূর্তি। 

আজ মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই পুনর্মিলনীতে শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন, যেন এক আনন্দের ঢেউ বয়ে যায় গোটা ক্যাম্পাসজুড়ে।

দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের পেয়ে যেন আবার ফিরে গেলেন কৈশোরের দুরন্ত দিনগুলোতে। পুরনো স্মৃতিচারণ, প্রাণখোলা হাসি আর স্কুল জীবনের দুষ্টুমির গল্পে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। কেউ বললেন, ‘এ যেন আমাদের আরেকটি ঈদ’, আবার কেউ মজা করে বললেন, ‘স্কুলের গেট দিয়ে ঢুকতেই মনে হলো আবার হাজিরা খাতায় স্বাক্ষর দিতে হবে!’

আয়োজনটি সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মোজাফফর আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থী মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য বন্ধুরা। প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন ব্যাচেরই শিক্ষার্থী সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীবরদী এ.পি.পি.আই-এর সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন, সহকারী শিক্ষক সহিজদ্দিন ও সহকারী শিক্ষক আফরোজা ইসলাম মেঘলা। শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান লাভলু ও ময়মনসিংহ সিটি রয়েল কলেজের প্রভাষক মোখলেছুর রহমান শাহেদ।

স্মৃতিচারণ করতে গিয়ে এক শিক্ষার্থী বলেন, ‘এমন একটি অনুষ্ঠানে ফিরে এসে মনে হচ্ছে, আবারও সেই স্কুলজীবনে ফিরে গেছি। এই দিনটি শুধু আমাদের বন্ধুত্বের উদযাপন নয়, বরং জীবনের এক বিশেষ অধ্যায়ের স্মরণ।’

এই পুনর্মিলনীর মূল লক্ষ্য ছিল বন্ধন আরও দৃঢ় করা, নিজেদের জীবনের সফলতা ও চ্যালেঞ্জ ভাগাভাগি করা এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকার অঙ্গীকার করা। ব্যাচের সদস্যরা এমন আয়োজন নিয়মিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়, সেইসঙ্গে বন্ধুত্বের স্মারক হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট। স্মৃতিচারণ, আনন্দ, আবেগ আর উচ্ছ্বাসে ভরপুর এই মিলনমেলা রজতজয়ন্তীর এক অনন্য অধ্যায় হয়ে থাকলো এসএসসি ২০০০ ব্যাচের জন্য।


সর্বশেষ সংবাদ