ছয় দাবিতে আন্দোলনে ইউনানী মেডিকেলের শিক্ষার্থীরা, চিকিৎসকদের সমর্থন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ মে ২০১৯, ০৮:২৪ PM , আপডেট: ১২ মে ২০১৯, ১২:২৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধীন থেকে মেডিসিন বিভাগে স্থানান্তরসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে টানা আন্দোলনে নেমেছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা। আজ শনিবার টানা তৃতীয় দিনের মত কলেজ ও হাসপাতালে তালা ঝুঁলিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করছেন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও ইন্টার্ন ডাক্তাররা।
আজ আন্দোলন চলাকালে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা দুলালুর রহমান, মাকসুদুর রহমান, শামীম হোসেন, এজাজ মাহমুদ প্রমুখ। এছাড়া স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদের(স্বাদেচিপ) কেন্দ্রীয় নেতারাও সেখানে বক্তব্য রাখেন।
দুলালুর রহমান সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের দাবীগুলো তুলে ধরেন। তিনি বলেন শিগগিরই ইউনানী ও আয়ুর্বেদিক কাউন্সিল গঠন, ইন্টার্নি ভাতা বৃদ্ধি, মেডিসিন ফ্যাকাল্টিতে স্থানান্তর সহ ছয় দফা দাবী গুলো মেনে নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।
এসময় বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত এই দাবী আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলন চলাকালে কলেজ ও হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ রাখা হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল ছাত্র -ছাত্রীকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, নিজস্ব কাউন্সিল গঠন, ইউনানী ও আয়ুর্বেদিক বান্ধব আইন প্রণয়ন, সুষ্ঠু নিয়োগ নীতিমালা প্রণয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধীন থেকে মেডিসিন বিভাগে স্থানান্তর, অতিদ্রুত রাজস্ব ও প্রকল্পের চাকরি বাস্তবায়ন এবং ইন্টার্নী ভাতা দ্রুত বৃদ্ধি করা।