হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ  © সংগৃহীত

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে কোর্ট মসজিদের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করেন তারা।

এর আগে, শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে নামেন। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ শেষে তারা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন এবং পরে দেড়টার দিকে সংবাদ সম্মেলন আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, কোনো প্রতিষ্ঠানের মান ভবনের ওপর নির্ভর করে না, বরং শিক্ষার মান দিয়েই তা মূল্যায়ন করা উচিত। অনেক মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য ১০ থেকে ২৫ বছর সময় লেগেছে, তবুও সেখান থেকে পাস করা ডাক্তারদের মানহীন বলা যায় না। সরকার চাইলে ভবন নির্মাণ করে দিতে পারে, যা স্থায়ী ক্যাম্পাসে রূপান্তরিত হতে পারে। অথচ একটি চলমান মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া অন্যায়।

শিক্ষার্থীরা আরও বলেন, এ মেডিকেল কলেজের কারণে জেলার প্রায় ৩০ লাখ মানুষ উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন। আগে সাধারণ সমস্যার জন্যও সিলেট বা ঢাকায় যেতে হতো, এখন জেলা সদর হাসপাতালেই এসব চিকিৎসা পাওয়া যাচ্ছে। মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা চলতে থাকলে, শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আবু হাসান, আকিব মাহমুদ, তাসনিমুর রিয়াজ, রিয়েল সরকার, রিংকু দেবনাথসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ