এফসিপিএস প্রথম পর্বের পরীক্ষায় পাস ১৪২০ জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১১:০২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৪, ১১:০৬ PM
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ১ হাজার ৪২০ জন। শনিবার (০৬ জুলাই) বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় ৯ হাজার ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন এক হাজার ৪২০ জন। সে হিসাবে পাসের হার ১৩.৩০ শতাংশ। গত বৃহস্পতিবার সকাল ৯টায় মেডিসিন ও অ্যালাইডের মাধ্যমে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু হয়।
ফলাফলের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল বলেন, সাড়ে চারটায় ফলাফল শিক্ষার্থীরা বিসিপিএস’র ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে প্রবেশ করে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।
প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে ভিন্ন আঙ্গিকে হচ্ছে এফসিপিএস পরীক্ষা। তিন দিনের পরিবর্তে এক দিনে পরীক্ষা আয়োজন করে বিসিপিএস। এতে ঢাকায় অবস্থান করাসহ নানা ভোগান্তি থেকে নিষ্কৃতি পায় শিক্ষার্থীরা।