সাত দফা দাবিতে শেবাচিম ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ  © সংগৃহীত

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ডেন্টাল ইউনিটে ইন্টার্ন চিকিৎসকদের সাত দফা দাবিতে ডাকা কর্মবিরতিতে ছয় ঘণ্টা বন্ধ ছিল সেবা কার্যক্রম। বৃহস্পতিবার (৩০ মে) ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।

কর্মবিরতি প্রভাবে দুর্ভোগে পড়েন ওই ইউনিটের চিকিৎসাধীন রোগীরা। এ সময় প্রয়োজনীয় যন্ত্রাংশের পর্যাপ্ত সরবরাহ, ইউনিটে ফ্যান ও বেসিন স্থাপন এবং নারী চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানসহ ৭ দফা দাবি জানান ইন্টার্নরা।

বিকেলে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এ আশ্বাসে তারা ২৪ ঘণ্টার জন্য কর্মবিরতি স্থগিত করেন। তবে শনিবারের মধ্যে সব দাবি আদায় না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন ইন্টার্ন চিকিৎসকরা।

শেবাচিম পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, তাদের দাবি শুনেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত দক্ষিণাঞ্চলের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র হিসেবে শেবাচিম হাসপাতালেই পূর্ণাঙ্গ ডেন্টাল ইউনিট রয়েছে। এখানে ইন্টার্ন চিকিৎসক সংখ্যা ৩৪ জন। 


সর্বশেষ সংবাদ