মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় স্কুলছাত্রকে কারাদণ্ড

স্কুলছাত্র আনিছুর
স্কুলছাত্র আনিছুর   © টিডিসি ফটো

সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনিছুর রহমান (১৬) নামে এক স্কুলছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার সন্ধ্যায় তাকে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান উপজেলার চান্ডালগাঁতী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও চয়ড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠানের নামে যাত্রা ও অশ্লীল নাচ

মাদ্রাসাটির সুপার মো. ছোরমান আলী জানান, কয়েকদিন যাবত আনিছুর রাস্তায় এবং মাদ্রাসার আশপাশে ওই মাদ্রাসা ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এ ঘটনায় বুধবার বিকালে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে স্থানীয় উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে এ দণ্ডাদেশ প্রদান করেছেন।

ইউএনও মো. উজ্জল হোসেন জানান, স্থানীয় লোকজন তাকে আটক করে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাই তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


সর্বশেষ সংবাদ