ফাজিল পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:৩১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৫ PM
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষার ২০২৩ ফলাফল আগামী ১৩মে প্রকাশ করা হবে। ওইদিন দুপুর ২টার পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে বলে জানা গেছে।
আজ বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: চলতি মাসের দুই শনিবারে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা-২০২৩-এর ফলাফল আগামী ১৩ মে প্রকাশ করা হবে। ওই দিন দুপুর ২টার পর পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।