স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ২ মাসের বেতনের চেক ছাড়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৪ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৪ PM

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ২ মাসের বেতনের চেক ছাড় হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের ফেব্রুয়ারি-২০২৫ থেকে মার্চ-২০২৫ পযর্ন্ত মোট ০২ (দুই) মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের ৪ টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ২০/০৪/২০২৫ খ্রি. তারিখে স্মারক নং- ৫৭.২5.0000.011.06.00২.২৪-৪২৩ তারিখ: ১৭/০৪/২০২৫খ্রি. এবং স্মারক নং- ৫৭.25.0000.011.06.০০২.২৪-৪২৪ তারিখ: ১৭/০৪/২০২৫খ্রি. অনুযায়ী হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: পহেলা বৈশাখ উদযাপনের ৫ দিন পর মাদ্রাসার উৎসব ভাতার চেক ছাড়
আরও বলা হয়, শিক্ষকগণ 20/04/20২৫ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ফেব্রুয়ারি/২০২৫ থেকে মার্চ/২০২৫ পর্যন্ত মোট ০২ (দুই) মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।