নেত্রকোনায় মাদ্রাসা ছাত্রী অপহরণ, অভিযুক্ত আটক

মদন থানা
মদন থানা  © ফাইল ফটো

নেত্রকোনার মদন থানার বাঁশরী কোনাপাড়া গ্রামে সপ্তম শ্রেণির মাদ্রাসা পড়ুয়া একছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে মেয়েটির চাচা মদন থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, বাঁশরী কোনা পাড়ার মাদ্রাসা পড়ুয়া ছাত্রী রাত আনুমানিক ৯ টার দিকে বাড়ীর পেছনে টয়লেট করতে যায়। একই গ্রামের উছেন মিয়ার বখাটে ছেলে আনোয়ার আগে থেকেই ওঁতপেতে থেকে মেয়েটির মুখ চেপে ধরে বাড়িতে নিয়ে যায়। 

মেয়েটির নানী বলেন, গত কয়েক মাস ধরেই বখাটে আনোয়ার কয়েকজনকে নিয়ে আমার নাতি মাদ্রায় আসা যাওয়ার পথে বিভিন্ন সময় আমার নাতিকে আনোয়ার কুপ্রস্তাব দিত। এ বিষয়টি আমি নিজে গিয়ে আনোয়ারের পরিবারকে জানাই। তারা শক্তিশালী থাকায় উল্টো আমাদেরকে ভয়ভীতি দেখায়। গতকাল সোমবার  রাতে আমি তারাবির নামাজ আদায় করতে বসি।

তিনি আরো বলেন, এ সময় আমার নাতি বাথরুমে যায়। আসতে দেরি হচ্ছে তাই আমরা কয়েকটি পাশের ঘর দেখি। কোথাও পাই না। আমার নাতি আমার নিকট থেকেই মাদ্রাসায় পড়াশোনা করত। আমার মেয়ে চট্রগ্রামে  কাজ করে। আমি তাকে কি জবাব দেব?  আমি এর সুষ্ঠু বিচার চাই।

মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, এ ব্যাপারে আজ বিকেলে একটি অপহরণের অভিযোগ পাওয়ার পর রাতে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত ছেলেটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 


সর্বশেষ সংবাদ