দুই মাসের মাথায় স্থগিত আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের কমিটি

  © ফাইল ছবি

রাজধানীর বকশি বাজার এলাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা  ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটি হওয়ার মাত্র দুই মাসের মাথায় এ কমিটি স্থগিত করা হলো। 

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাই কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক কমিটি স্থগিত করা হলো।

এর আগে, চলতি বছরের ২০ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর (দক্ষিণ) এর আওতাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম বরকতকে একবছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল।


সর্বশেষ সংবাদ