হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি নূর আহমদ মারা গেছেন

হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি নূর আহমদ মারা গেছেন
হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি নূর আহমদ মারা গেছেন  © সংগৃহীত

হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি, সাবেক শিক্ষা পরিচালক ও প্রবীণ মুহাদ্দিস আল্লামা নূর আহমদ আর নেই।বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসায় সিনিয়র মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী। তিনি দেশ-বিদেশে অসংখ্য শিক্ষার্থী ও ভক্ত রেখে গেছেন।

মুফতি নূর আহমদ দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে শয্যাশায়ী দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার নিজ কক্ষের চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে ০৮ ফেব্রুয়ারি তাঁকে জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: মোহসীনিয়া মাদ্রাসা যেভাবে হলো কবি নজরুল কলেজ

May be an image of 3 people

মুফতি নূর আহমদের মৃত্যুতে কওমি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশের আলেম-উলামারা তার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence