ইউনুস সেন্টারের সোশ্যাল ফিকশন ডিজাইন প্রতিযোগিতা

ফিকশন প্রতিযোগিতার প্রচ্ছদ
ফিকশন প্রতিযোগিতার প্রচ্ছদ   © টিডিসি ফটো

‘২০৫০ সালে একজন তরুণ ব্যক্তির জীবন’ কেমন হবে এ নিয়ে সোশ্যাল ফিকশন ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী ৩১ মার্চ চলবে এ প্রতিযোগিতা। পরে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। এ প্রতিযোগিতার আয়োজনে রয়েছে ইউনুস সেন্টার ও ওয়াইওয়াই ভেন্টারেস।

এ প্রতিযোগিতার অংশ নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম নির্ধারণ করেছে আয়োজক দল। সামাজিক ঝামেলা ছাড়া ‘২০৫০ সালে একজন তরুণ ব্যক্তির জীবন’ কেমন হবে, তা নিয়ে ছোটগল্প, প্রবন্ধ কিংবা রচনা লেখার মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

আরও পড়ুন : উপহারের বক্সে কাফনের কাপড়

এছাড়া একটি নির্দিষ্ট সামাজিক সমস্যার সমাধান কীভাবে একটি নতুন সমাজের দিকে নিয়ে যেতে পারে, এর একটি রেকর্ড করা সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমেও প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

সামাজিক সমস্যা সমাধানে কথাসাহিত্য থিমের ওপর অঙ্কন বা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে সৃজনশীলতা প্রদর্শন, সামাজিক সমস্যা মোকাবেলা বা সামাজিক সমস্যা ছাড়া একটি নতুন ভবিষ্যতের ওপর স্ক্রিপ্ট তৈরি করেও এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

সামাজিক কল্পকাহিনীর ধারণাকে মেনে নিয়ে নিজস্ব সিনেমা তৈরি, সচেতনতামূলক পোস্টার-সামাজিক সমস্যা এবং সেই সমস্যাগুলি ছাড়াই একটি পূর্ণ কল্পিত বাস্তবতা প্রদর্শন করার মাধ্যমেও প্রতিযোগিতায় জড়িত হওয়া যাবে।