স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৪:৫৪ PM

নাড়ির টানে বাড়ি ফেরা শুরু হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিন্তু অনেক শিক্ষার্থী নাড়ির টানকে উপেক্ষা করে জীবনযুদ্ধে টিকে থাকতে নিজের স্বপ্নপূরণের জন্য ব্যস্ত। তারা পরিবার ছাড়াই ক্যাম্পাসে ঈদ উদ্যাপন করবেন।
ঈদুল ফিতর মুসলিমদের বৃহত্তম ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে ১৮ মার্চ থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় ২৪ দিনের ছুটিতে গিয়েছে। উৎসবের এই আমেজ ছড়িয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। দলে দলে বাড়ি ফিরছেন বরির শিক্ষার্থীরা। কিন্তু একদল স্বপ্নবাজ চাকরিপ্রত্যাশী ও ছুটির পরও সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় এই ঈদেও বাড়ি ফিরছেন না তারা। যার কারণে তারা পরিবার ছাড়াই ক্যাম্পাসে ঈদ উদ্যাপন করবেন।
পরিবার ছেড়ে ক্যাম্পাসে ঈদ উদ্যাপন করার অনুভূতি ‘দ্যা ডেইলি ক্যাম্পাসের’ কাছে ব্যক্ত করেন কয়জন শিক্ষার্থী।
আরও পড়ুন: ঢাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
চাকরিপ্রত্যাশী ৭তম ব্যাচের শিক্ষার্থী মহিনুল বলেন, ‘পরীক্ষার প্রস্তুতির ঘাটতি এবং নিজের শূন্যস্থান পূরণ করে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারাই আমাদের মতো বেকারদের ঈদের আনন্দ। আর এমনিতে বাড়ি যাওয়ার পর পড়াশোনা থেকে একটু দূরে চলে যায়, তাই যেন এক মুহূর্ত সময় নষ্ট না হয়, তাই আমার এই সিদ্ধান্ত। আর সেটা পরিবারের জন্যও হবে সুখকর।’
শুধু মহিনুল নন এই ঈদে আরও শতাধিক ববি শিক্ষার্থী বাড়ি ফিরছেন না।
ঈদের পরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকার কারণে ক্যাম্পাস ঈদ উদ্যাপন করবেন বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী সজিদ ভূঁইয়া। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের সেমিস্টার ফাইল পরীক্ষা চলতেছে। সেশনজট এড়ানোর জন্য আমাদের পরীক্ষা দ্রুত হচ্ছে। দুটি পরীক্ষা শেষ হয়েছে। বাকি পরীক্ষাগুলো ছুটির পর হবে। পরীক্ষার প্রস্তুতি যাতে ভালোভাবে নেওয়া যায়, সে জন্য বরিশালে থাকা। এমনিতে পরিবার ছেড়ে আমার এই প্রথম ঈদ উদ্যাপন হবে। বিষয়টা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা, সঙ্গে মন তো একটু খারাপ লাগবেই!’