আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে যুব অধিকার পরিষদের মশাল মিছিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১০:৩০ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ১০:৪০ PM
সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আওয়ামী দুর্বৃত্তদের হেনস্তার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পল্টন এলাকায় সংগঠনের নেতা-কর্মীরা এই মিছিল বের করেন, যা শেষে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
মিছিলটি পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, প্রেসক্লাব, এবং বিজয়নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল রাজীর সামনে এসে শেষ হয়। সমাবেশে উপস্থিত নেতারা জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার পেছনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাত আছে বলে অভিযোগ তোলেন।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, ‘জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তাকারীদের পাসপোর্ট বাতিল এবং তাদের বিচারের আওতায় আনা হোক।" এছাড়া তিনি প্রশ্ন তোলেন, "কীভাবে আসিফ নজরুলের সফরসূচির তথ্য হেনস্তাকারীরা জানতে পারল?’
গণ অধিকার পরিষদের আরেক সদস্য শাকিল উজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে মানুষকে দমন করেছে এবং গণ-অভ্যুত্থানকে হেনস্তা করার প্রচেষ্টা চালাচ্ছে।" যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান দাবি করেন, "আওয়ামী লীগের আচরণে কোনো অনুশোচনা নেই।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান। সমাবেশে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খালিদ হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, এবং যুব অধিকার পরিষদ মহানগর দক্ষিণ ও উত্তরের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ও জাহিদুল ইসলাম প্রমুখ।