ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের সাক্ষাৎকার ২১ সেপ্টেম্বর 

ঢাবির জীববিজ্ঞান অনুষদের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অধীন কলেজ
ঢাবির জীববিজ্ঞান অনুষদের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অধীন কলেজ  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর এ সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। রোববার (১৫ সেপ্টেম্বর) ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্হস্থ্য বিজ্ঞান ইউনিটের উর্ত্তীণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২১ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার মূল গ্রেডশিটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ (কার্জনহল সংলগ্ন) উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ২৫ মে অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণদের সাক্ষাৎকারের সময় অবশ্যই নিম্নে উল্লেখিত কাগজপত্র সঙ্গে রাখতে হবে:

ক. মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশের মূল গ্রেডশিট ও ২ কপি ফটোকপি।

আরো পড়ুন: ‘এখনো পরীক্ষা বাতিলের সুযোগ আছে, দিতে হবে প্রশ্নফাঁসের অকাট্য প্রমাণ’

খ. উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশের মূল গ্রেডশিট ও ২ কপি ফটোকপি।

খ. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

গ. ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম (চয়েস ফরম)।


সর্বশেষ সংবাদ