সনদ বাতিল ইস্যু: আন্দোলনে যুক্ত নয় ১৭তম নিবন্ধনের আবেদনবঞ্চিতরা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

১-১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের সনদের মেয়াদ বাতিলের আন্দোলনে যুক্ত নয় ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনবঞ্চিত ৭৩৯ জন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ভুক্তভোগীরা।

বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় ১৭তম সনদ অর্জনকারী আবেদনবঞ্চিত শিক্ষক ফোরামের সভাপতি রাজ্জাকুল হায়দার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের আন্দোলন সনদ বাতিলের জন্য নয়। এনটিআরসিএসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। আমরা ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদন করতে পারিনি। এক বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে ৪ বছর লাগিয়েছে এনটিআরসিএ। করোনার প্রকৃত ভুক্তভোগী আমরা। বিশেষ গণবিজ্ঞপ্তি কিংবা অন্য কোনো উপায়ে আমাদের আবেদনের সুযোগ দিতে হবে। 

রাজ্জাকুল হায়দার আরও বলেন, আমাদের সংগঠনের অনুমতি ব্যাতিরেকে যদি কোন সংগঠন বা দল আমাদের ১৭তম নাম সম্বলিত ব্যানার ব্যবহার করে, তবে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব।

এর আগে গত সোমবার ১-১৭তম নিবন্ধনধারীদের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম’। সংবাদ সম্মেলনে আগামী ১৫ জুলাই এনটিআরসিএ’র সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আন্দোলনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে যারা ১৭তম নিবন্ধনধারী আবেদনবঞ্চিতদের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তারা কেউ দায়ি থাকবে না বলে আবেদনবঞ্চিতদের পক্ষ থেকে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ