এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়ছে না—এমন তথ্য নেই তিন ডিজির কাছে

ছবিতে বাম থেকে অধ্যাপক নেহাল আহমেদ, মো. হাবিবুর রহমান এবং মো. মহসিন
ছবিতে বাম থেকে অধ্যাপক নেহাল আহমেদ, মো. হাবিবুর রহমান এবং মো. মহসিন  © ফাইল ফটো

সম্প্রতি সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে কোনো কথা বলেননি তিনি। এই অবস্থায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শিক্ষক-কর্মচারীদের বড় একটি অংশ মনে করছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি সরকারি নয়। প্রধানমন্ত্রী কেবল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির কথা বলেছেন। ফলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে না। তবে অপর একটি অংশের দাবি, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি সরকারি না হলেও, তাদের বেতন-ভাতা সরকার থেকে দেওয়া হয়। ফলে তাদেরও বেতন বৃদ্ধি হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে কি না সে বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধ্যাপক নেহাল আহমেদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিনের সাথে। তিন অধিদপ্তরের তিন মহাপরিচালকের সাক্ষাৎকারটি নিয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের সিনিয়র রিপোর্টার শিহাব উদ্দিন। নিচে বেসরকারি শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে তাদের বক্তব্য তুলে ধরা হলো।

অধ্যাপক নেহাল আহমেদ ডিজি, মাউশি): ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেতন বৃদ্ধির ঘোষণার বিষয়টি আমরা জেনেছি। তবে কতটুকু বেতন বাড়বে সে বিষয়ে এখনো কোনো তথ্য আসেনি। এছাড়া বেসরকারি শিক্ষকদের বেতন বাড়বে কি না সে বিষয়েও নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে আসেনি। বাজেটের বিষয়টি দেখে অর্থ মন্ত্রণালয়। কাদের বেতন বাড়বে আর কাদের বাড়বে না সে বিষয়ে তারা ভালো বলতে পারবে।’’

তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষকদের মধ্যে যারা এমপিওভুক্ত তাদের বেতন সরকারি কোষাগার থেকেই দেওয়া হয়। তাদের বেতন বাড়বে না এমন কোনো তথ্য আমরা পাইনি। আওয়ামী লীগ সরকার জনবান্ধন সরকার। কাজেই তারা যে সিদ্ধান্ত নেবে সেটি চিন্তা-ভাবনা করেই নেবে।

হাবিবুর রহমান (ডিজি মাদ্রাসা অধিদপ্তর): ‘‘শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন দেয় সরকার। কাজেই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলে এমপিওভুক্ত শিক্ষকদেরও বেতন বৃদ্ধি হতে পারে। এটি আমার ব্যক্তিগত অভিমত। কোন চাকরিজীবীদের বেতন বাড়বে আর কাদের বাড়বে না সে বিষয়ে এখনই মন্তব্য করা উচিত হবে না। কেননা এ বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।’’

মো. মহসিন (ডিজি, কারিগরি অধিদপ্তর): ‘‘এমপিওভুক্ত শিক্ষকদের বেতন হয় সরকারি কোষাগার থেকে। তারাও সরকারের একটি অংশ। কাজেই তাদের বেতন যে বৃদ্ধি হচ্ছে না এটি নিশ্চিতভাবে বলার সময় এখনও হয়নি। আমরা আশা করছি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনও বৃদ্ধি হবে। তবে বিষয়টি নির্ভর করছে সরকারের ওপর। বেতন বৃদ্ধি সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’’


সর্বশেষ সংবাদ