চতুর্থবারের মত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিয়েছে বাংলাদেশ 

চারটি দলের মোট ১২ জন প্রতিযোগী
চারটি দলের মোট ১২ জন প্রতিযোগী  © টিডিসি ফটো

বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-২০২৪’-এ বাংলাদেশ থেকে চারটি দল অংশ নিচ্ছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে তুরস্কের ইজমিরে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। 

এবার বাংলাদেশ থেকে চারটি দলের মোট ১২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তিন দিনব্যাপী ২১তম আসরে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলগুলো হলো- মায়ের দোয়া রোবোটিক্স, সাইবার স্কোয়াড, চেইঞ্জ মেকার্স ২০২৪ এবং টিম সাইবারওয়েভ। 

এ প্রতিযোগিতায় অংশ নেয়া মায়ের দোয়া রোবোটিক্স দলের সদস্যরা হলেন- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাকিবুল ইসলাম, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের আনাস বিন আজিম এবং রাজউক উত্তরা মডেল কলেজের এস এম মহিউদ্দিন সামি।

সাইবার স্কোয়াড দলের সদস্যরা হলেন- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের আফিয়া হুমায়রা, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ওমেরা ফিদান এবং এস ও এস হারম্যান মেইনার কলেজের নুজহাত জাহান। 

চেইঞ্জ মেকার্স ২৪ দলের সদস্যরা হলেন- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাগিব ইয়াসার রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া আনজুম পুষ্প এবং সরকারি মদন মোহন কলেজের বি এম হামীম। 

টিম সাইবারওয়েভ দলের সদস্যরা হলেন- স্যার জন উইলসন স্কুলের ওয়ামিয়া নায়ার শেহরিজাদ, ডিপিএস এসটিএস স্কুলের জুনাইরাহ মাহতালত এবং আশালীনা যোহারিন। বাংলাদেশ দলের দলনেতা এবং উপদলনেতা হিসেবে রয়েছেন যথাক্রমে মুনির হাসান ও মাহেরুল আজম কোরেশী। এছাড়াও আন্তর্জাতিক পর্বের বিচারক হিসেবে রয়েছেন সাজ্জাদ ইসলাম, রেদওয়ান ফেরদৌস এবং সিহাব সারার আহমেদ।

এর আগে গত সেপ্টেম্বর মাসে সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’ বাংলাদেশ এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের সাফল্য এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল নির্বাচন করা হয়েছে। 

এ প্রসঙ্গে বাংলাদেশ দলের দলনেতা মুনির হাসান জানান, ২০২০ সালে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয় বাংলাদেশ। সে বছর কোনো অলিম্পিয়াড আয়োজন করা হয়নি। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত অলিম্পিয়াডে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ দশম স্থান অর্জন করেছিল। সেবার বিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি দল অংশগ্রহণ করেছিল। এর পরের বছর ২০২২ সালে প্রথমবারের মতো সশরীরে বিশ্বের ৭৩টি দেশের ৩৭৫টি দলের প্রায় তিন শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জপদকের পাশাপাশি অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশ। 

এছাড়া ২০২৩ সালে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে বাংলাদেশের টিম। বাংলাদেশ দলের উপদলনেতা মাহেরুল আজম কোরেশী জানিয়েছেন, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে এ বছর ফিউচার ইঞ্জিনিয়ার্স, ফিউচার ইনোভেটরস এবং রোবো স্পোর্টস মোট এই ৩ টি সেগমেন্টে বাংলাদেশের ৪ টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

উল্লেখ্য, ২০২৪ সালে সাউথইস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশের জাতীয় পর্বের প্লাটিনাম স্পন্সর ছিলেন “Yobi”, গোল্ড স্পন্সর ছিলেন ব্রেইন স্টেশন ২৩। এই আন্তর্জাতিক অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।


সর্বশেষ সংবাদ