টিসি নিয়ে আসা ছাত্রীকে ভর্তি না করায় অধ্যক্ষের ওপর হামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ AM

ফরিদপুরে অন্য কলেজ থেকে বদলি হয়ে আসা এক ছাত্রীকে ভর্তি না করায় অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এজন্য দেড় হাজার টাকায় ভাড়া করা হয় তিন বখাটেকে। ভাড়াটিয়াদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন আরিফুর রহিম ওরফে রনি (৪৯) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পুলিশ এ ঘটনার নির্দেশ দাতা আরিফুর রহিম ও হামলায় অংশ নেয়া তিন বখাটের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে এ হামলার ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেলটি। গ্রেপ্তারকৃত আরিফুর রহিম শহরের আলীপুর মহল্লার আলাউদ্দিন খা সড়ক রাজ্জাকের মোড় সংলগ্ন দক্ষিণ আলীপুর মহল্লার বাসিন্দা। পুলিশ জানায়, তিনি ফরিদপুর জেলা বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি।
আরো পড়ুন: গণঅভ্যুত্থানে আহত ‘এ’ ক্যাটাগরির ৪৯৩ জনের তালিকার গেজেট প্রকাশ
গ্রেপ্তার হওয়া অপর দুই বখাটে হলেন, শহরের দক্ষিণ আলীপুর মহল্লা এলাকার বাসিন্দা আলীপুর করবস্থানের পিছনে শিকদার বাড়ি ভবনের আদিল শিকদার ওরফে সাইমুন (২১) এবং একই এলাকার জুয়েল শিকদার (২৫)।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি রাতে শহরের ঝিলটুলী মহল্লা এলাকায় অবস্থিত সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সন্নিকটে আব্দুল করিম সড়কে ‘ফ্রেশ ফুড এন্ড পেস্ট্রি’ শপের সামনে অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অধ্যক্ষের স্ত্রী জাহিদা আক্তার ওরফে কেয়া বাদী হয়ে গত ১৭ জানুয়ারি অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, সিসি ক্যামেরার ছবি পর্যালোচনা এবং ম্যানুয়ালি সোর্স দিয়ে তদন্ত করে অধ্যক্ষের ওপর হামলার ঘটনাটি শনাক্ত হয় এবং নির্দেশদতাসহ হামলাকারীদের শনাক্ত করা হয়। গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শহরের আলীপুর মহল্লা হতে নির্দেশদাতাসহ ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া আদিল শিকদার বোনের বাড়ি থেকে এ হামলার ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আরো পড়ুন: যমজ যারীন-যাহরা পড়বেন বুয়েট ও মেডিকেলে
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানান, অধ্যক্ষের স্ত্রীর দায়ের করার মামলায় এই তিন ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ তালুকদার আনিসুল ইসলাম জানান, স্যার এর ওপর হামলার ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এ খবর শুনে আমরা আনন্দিত। আন্যায়কারী গ্রেপ্তার হওয়া মানেই বিচার নিশ্চিত হওয়া নয়। শাস্তির জন্য যা যা প্রয়োজন তা করতে হবে। তিনি আরও জানান, এ রহস্য উদঘাটন হওয়ায় আমরা এক অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পেলাম।