সরকারি ছুটির দিনেও এইচএসসির ব্যবহারিক পরীক্ষা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১ AM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১ AM
সরকারি ছুটির দিনেও এইচএসসির ব্যবহার পরীক্ষা নিয়েছে বরিশালের আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ ডিগ্রি কলেজে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে সরকারি ছুটি ছিল। তবে এদিন চলতি এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়। এছাড়া কলেজের প্রথম বর্ষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন আলী আজম বলেন, সময় সংকুলানের জন্য পরীক্ষা নেয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেই পরীক্ষা নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ছুটির দিনে কলেজ খোলা রেখে পরীক্ষা নেয়া উচিত হয়নি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, ছুটির দিনে পরীক্ষা নেয়ার কথা না। তারপরও যদি তারা পরীক্ষা নিয়ে থাকেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।