মতিঝিল আইডিয়াল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মতিঝিল আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ
মতিঝিল আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ  © ফাইল ছবি

রাজধানীর মুগদায় জান্নাতুল মাওয়া (১৬) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর মুগদার ওয়াবদা গলি শাহিন ভিলা ভাড়া বাসা থেকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

সে মতিঝিল আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মোবাইদুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সংবাদ পেয়ে মুগদার ওয়াবদা গলি শাহিন ভিলা ভাড়া বাসা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল।

আরও পড়ুন: ছাত্রী নির্যাতনের ঘটনায় সাংবাদিকরা সঠিক লিখেছে: হল প্রভোস্ট

ভোলা জেলার গাজীপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মুসা কলিমুল্লাহ'র মেয়ে জান্নাতুল মাওয়া। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল বড়। তার বাবা সাভারের একটি ফ্যাক্টরিতে কাজ করেন।

মোবাইদুল জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ৮টার দিকে ওই ছাত্রীর মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। কী কারণে কেন সে ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানাতে পারেনি।


সর্বশেষ সংবাদ