অনাথ কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ: হোপবক্স চালু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:০৫ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৮:০২ PM
হোপবক্স হলো গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি)-র অর্থায়নে আইসিডিডিআর,বি-র একটি উদ্ভাবনী টুল যা অনাথ কিশোরীদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে। সারা বিশ্বে বর্তমানে প্রায় ১৫ কোটি ৩০ লাখ অনাথ শিশু রয়েছে। এর মধ্যে বাংলাদেশেও রয়েছে প্রায় ৫ লাখ অনাথ শিশু।হোপবক্স চালুর পূর্বে আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে কিশোরীদের জ্ঞানের মাত্রা ছিল মাত্র ৪% থেকে ১১%। কিন্তু, হোপবক্স চালুর পর তা বৃদ্ধি পেয়ে ৫১% থেকে ৫৯%-এ পৌঁছেছে।
রবিবার (১ জুন) শীর্ষক একটি সেমিনার আইসিডিডিআর,বি মহাখালীর সাসাকাওয়া মিলনায়তনে অ্যাডভান্সিং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস (অ্যাডসার্চ) প্রকল্পের উদ্ভাবনী গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল প্রকাশ উপলক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
আইসিডিডিআর,বি-র মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের রিসার্চ ইনভেস্টিগেটরের প্রধান গবেষক ফারিয়া রহমান। তিনি কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় হোপবক্স নামক টুলকিট-এর ব্যবহার ও কার্যকারিতা নিয়ে তাঁর গবেষণার ফলাফল উপস্থাপন করে বলেন, সারা বিশ্বে বর্তমানে প্রায় ১৫ কোটি ৩০ লাখ অনাথ শিশু রয়েছে এর মধ্যে বাংলাদেশে প্রায় ৫ লাখ। দেশের বিভিন্ন জেলায় ৮৫টি সরকারি অনাথ আশ্রম রয়েছে যার সম্মিলিত ধারণক্ষমতা ১৭,৫০০ জন। এর মধ্যে ৮,৭০০ জন কন্যাশিশু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত শিশু পরিবারে নিবন্ধিত। এই অনাথ কিশোরীরা সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর একটি অংশ যারা প্রায়ই যৌন নির্যাতন, শোষণ এবং নিপীড়নের শিকার হয়। নিরাপদ পরিবেশ ও সচেতনতার অভাবের কারণে অনেকেই অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ যৌন আচরণে জড়িয়ে পড়ে যা তাদের স্বাস্থ্য এবং ভবিষ্যতের জন্য বিপদজনক।
আরও পড়ুন: জাবি ছাত্রশিবিরের আয়োজনে ঈদের দিন ‘মধ্যাহ্নভোজ’
এই প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি)-র অর্থায়নে আইসিডিডিআর,বি-র অ্যাডসার্চ 'হোপবক্স' নামে একটি গবেষণা পরিচালনা করেছে। গবেষণার প্রাথমিক উদ্দেশ্য ছিল বাংলাদেশের অনাথ আশ্রমে বসবাসকারী কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য (SRHR) সংক্রান্ত জ্ঞান ও আচরণের পরিবর্তন পর্যালোচনা করা। হোপবক্স হলো একটি বিশেষ টুলকিট যা অনাথ কিশোরীদের জন্য তৈরি এবং এটি বয়স ও প্রেক্ষাপট অনুযায়ী উপযোগী। এই টুলকিটে রয়েছে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত পাঁচটি ছবি ও গ্রাফিক্স সমৃদ্ধ বই, প্লেকার্ড এবং পাজল। দেশের তিনটি জেলা—ঢাকা, চুয়াডাঙ্গা ও ফরিদপুরের প্রতিটি সরকারি শিশু পল্লীতে এই হোপবক্সের কার্যকারিতা নিয়ে গবেষণা করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, শিশু পরিবারগুলোতে হোপবক্স চালুর পর কিশোরীদের ঋতুকালীন সঠিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকার বিষয়ক জ্ঞান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গবেষণায় আরও দেখা যায় যে, হোপবক্স চালুর পূর্বে আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে কিশোরীদের জ্ঞানের মাত্রা ছিল মাত্র ৪% থেকে ১১%। কিন্তু হোপবক্স চালুর পর তা বেড়ে ৫১% থেকে ৫৯%-এ পৌঁছেছে। গবেষণায় সুপারিশ করা হয়েছে যে, এই উদ্যোগটি দেশের সব সরকারি ও বেসরকারি মেয়েদের অনাথ আশ্রমে বিস্তৃত করা উচিত।